সোনা জিতে নতুন মরশুম শুরু করলেন নীরাজ চোপড়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফর্মে এতটুকুও মরচে পড়েনি, বুঝিয়ে দিলেন নীরাজ চোপড়া। দক্ষিণ আফ্রিকার পচেস্ট্রুমে 'পচ ইনভিটেশনাল ট্র্যাক ইভেন্ট' নামক এক আমন্ত্রণমূলক জ্যাভেলিন প্রতিযোগিতায় নেমেই সোনা জিতলেন ভারতের এই সুপারস্টার।
দক্ষিণ আফ্রিকায় থাকা অনুরাগীদের ইচ্ছাপূরণ করে ট্র্যাকে নামতেই নিজের সহজাত ফর্মে নীরাজ, ৮৪.৫২ মিটার ছুঁড়েই শীর্ষস্থান দখল করেন তিনি। বাকি ছয়জন থ্রোয়ারকে পিছনে ফেলে সোনা জেতেন নীরাজ। দ্বিতীয় স্থানে শেষ করেন দক্ষিণ আফ্রিকার ডাউ স্মিথ, যিনি ৮২.৪৪ মিটার ছোঁড়েন।
আগামী ১৬ মে দোহায় শুরু হতে চলেছে ডায়মন্ড লিগ, তার আগে নীরাজের এই দুর্দান্ত পারফর্মেন্স অবশ্যই খুশি করবে দেশবাসীকে। সম্প্রতি জ্যান জেলেজনিকে কোচ হিসেবে নিযুক্ত করেছেন নীরাজ, যিনি নিজে একজন কিংবদন্তি ও অলিম্পিক চ্যাম্পিয়ন। জার্মানিতে ৯৮.৪৮ মিটার জ্যাভলিন ছুঁড়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন।