ক্রিকেটার ও কোচ হিসেবে আইসিসি ট্রফি জয় গম্ভীরের, নজিরের তালিকায় আরও চার তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় দলের হেড কোচ হিসেবে অন্তর্ভুক্তি হওয়ার পর থেকে গৌতম গম্ভীরকে নিয়ে নানান কথা উঠেছিল। কিন্তু রবিবার দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়ে তাদের ভুল প্রমাণ করলেন গম্ভীর। আর এরই সাথে বিশেষ নজিরও তৈরি করলেন গম্ভীর। ক্রিকেটার ও কোচ হিসেবে আইসিসি ট্রফি জেতার ক্ষেত্রে পঞ্চম ব্যক্তি হিসেবে নিজের নাম তুলে ধরলেন গম্ভীর।
গম্ভীর ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলেন ক্রিকেটার হিসেবে, আর ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেন হেড কোচ হিসেবে। তবে তার আগে আরও এক ভারতীয় এই নজির গড়েছেন। তিনি রাহুল দ্রাবিড়। ২০২৪ সালের টি২০ বিশ্বকাপ জিতেছিলেন হেড কোচ হিসেবে, আর ২০০২ সালে শ্রীলঙ্কার সাথে যুগ্মজয়ী হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন ক্রিকেটার হিসেবে।
এরপর রয়েছেন অস্ট্রেলিয়ার ড্যারেন লেহম্যান। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার হেড কোচ হিসেবে জিতেছিলেন ওয়ানডে বিশ্বকাপ, আর ১৯৯৯ ও ২০০৩ সালে এই একই ট্রফি জিতেছিলেন খেলোয়াড় হিসেবে। তারপর রয়েছেন দক্ষিণ আফ্রিকার গ্যারি কার্স্টেন। ২০১১ সালে ভারতকে ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন হেড কোচ হিসেবে, আর খেলোয়াড় হিসেবে দক্ষিণ আফ্রিকার হয়ে জিতেছিলেন ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি (সেই সময়ে আইসিসি নকআউট ট্রফি হিসেবে পরিচিত ছিল)।
তবে প্রথম ব্যক্তি হিসেবে যিনি এই নজির গড়েছিলেন, তিনি হলেন অস্ট্রেলিয়ার জিওফ মার্শ। ১৯৯৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হেড কোচ হিসেবে জিতেছিলেন, আর খেলোয়াড় হিসেবে জিতেছিলেন ১৯৮৭ সালের বিশ্বকাপ। বলা বাহুল্য, জিওফ মার্শের দুই ছেলে শন মার্শ ও মিচেল মার্শ সুনামের সাথে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন।