এই আইরিশ সুন্দরীর প্রেমে মজেছেন শিখর ধাওয়ান, চিনে নিন তাকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রাক্তন স্ত্রীয়ের সাথে বিবাহ বিচ্ছেদের পর শিখর ধাওয়ানের সাথে বিভিন্ন মহিলাকে জুড়ে জল্পনা তৈরি করা হয়েছিল। এবার সেই জল্পনার অবসান ঘটল একটি সোশ্যাল মিডিয়া পোস্টে। আইরিশ মহিলা সোফি শাইন নিজের ইনস্টাগ্রাম পোস্টে শিখরের সাথে ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, 'মাই লাভ'। এর সঙ্গে হার্ট ইমোজিও ক্যাপশনে দেন তিনি।
View this post on Instagram
সেই পোস্ট মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তবে কে এই সোফি শাইন? জানা গিয়েছে, লিমেরিক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মার্কেটিং ও ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার আগে আয়ারল্যান্ডের ক্যাসলরয় কলেজে পড়াশোনা করেছেন সোফি। একটি মার্কিন আর্থিক পরিষেবা সংস্থায় প্রোডাক্ট কনসালটেন্ট হিসেবে কাজ করেন সোফি।
কাজের সূত্রে সংযুক্ত আরব আমিরশাহিতে থাকতে হয় সোফিকে, আর সেখানেই দেখা হয় শিখরের সাথে। তারপর সেখান থেকে পরিচয়, আর সেখান থেকে ভালোবাসায় গড়ায় তাদের সম্পর্ক। এর আগে ২০২৫ সালের শুরুতে দুবাইয়ে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচে দুজনকে এক সাথে দেখা গিয়েছিল।
সম্প্রতি একটি মিডিয়া কনক্লেভে এক সাথে এসেছিলেন শিখর ও সোফি। সেখানে সোফির সামনে প্রেমে পড়ার ইঙ্গিত দিয়েছিলেন শিখর। তিনি জানিয়েছিলেন, অতীতের সম্পর্ককে পিছনে ফেলে এসে নতুন জীবনের পথে পা বাড়াতে চাইছেন তিনি।