এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ৪৫ তম সংস্করণে নতুন ভাবে, নতুন মোড়কে প্রকাশিত হল স্পোর্টস্টার ম্যাগাজিন। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে নতুন ভাবে প্রকাশিত হল এই ম্যাগাজিনটি।
উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা, বিশ্বজিৎ ভট্টাচার্য, কৃষ্ণেন্দু রায় সহ স্পোর্টস্টার ম্যাগাজিনের কর্নধাররা। ভারতীয় খেলাধুলার ক্ষেত্রে অতীতে এই ম্যাগাজিনের ভূমিকা অনেক।
স্পোর্টস্টার ম্যাগাজিনে খেলোয়াড়রা নিজেদের ছবি দেখে নিজেদেরকে অনুপ্রাণিত করতেন। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে সেই স্মৃতিচরনাই করছিলেন প্রাক্তন ফুটবলাররা। আগামী দিনে নতুন প্রতিভারা নিজেদের ছবি এই ম্যাগাজিনে দেখে উদ্বুদ্ধ হতে পারবেন বলেই আশা করছেন প্রাক্তন দিকপালরা।