এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইলিগে এক ম্যাচ বাকি থাকতে দাপটের সাথে চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। আর এর জেরে আবারও ভারতীয় ফুটবলের শীর্ষ পর্যায়ে উঠে এল সাদা-কালো ব্রিগেড। এর ফলে আসন্ন আইএসএলে যোগ্যতা অর্জন করল শতাব্দীপ্রাচীন এই ক্লাব।
আর মহামেডানের পুনরায় শীর্ষ পর্যায়ে ফিরে আসায় খুশি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। ২০১৩-১৪ মরশুমের পর আবারও তিন প্রধান দেশের সর্বোচ্চ লিগে খেলবে।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কল্যাণ বলেছেন, "মহামেডানের উন্নীত হওয়া ভারতীয় ফুটবলে ইতিবাচক পরিবর্তন আনবে। আমরা যদি ৯০ দশকে যায়, ভারতে ফুটবল মানে দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতা হত। তিন প্রধান সহ কিছু অফিস ক্লাব এই প্রতিযোগিতাগুলি জিতত। ১৯৯৬ সালে জাতীয় ফুটবল লিগের মাধ্যমে পেশাদারিত্ব আসার পর, এই সামাজিক কিংবা সমর্থক-বেষ্টিত ক্লাবগুলি বেঁচেছিল। প্রতিটা খেলোয়াড় তিন প্রধানের জন্য খেলার ইচ্ছাপ্রকাশ করেছিল।"
তবে মহামেডান আসায় খেলোয়াড়দের আগ্রহ না বাড়লেও টিভি রেটিং ও স্টেডিয়ামে দর্শকসংখ্যা বৃদ্ধি হবে, এই নিয়ে আশাবাদী কল্যাণ চৌবে।
তিনি বলেছেন, "আমাদের এখনও সময় লাগবে একটি শহরের নামে কোনও দলকে সমর্থন করতে, যেমনটা ইউরোপে হয়ে থাকে। আইএসএলে মহামেডানের আগমণের ফলে, অন্ততপক্ষে প্রথম দুই বছর খুব ভালো যাবে। প্রথম বছরে সমর্থকদের জন্য আগ্রহের বিষয় থাকবে আর তারপর থেকে আশা করা শুরু হবে। যদি পারফর্মেন্স ভালো না হয়, তাহলে আগ্রহ ধীরে ধীরে কমে যাবে, তবে প্রথম কয়েক বছর টিভি ভিউয়ারশিপে বড়সড় উন্নতি হবে। ওদের ফিরে আসাটা দেখার মত হবে।"