এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার বিকেলে ইস্টবেঙ্গল তাবুতে সুভাষ ভৌমিক স্মরণে এক সভার আয়োজন করেছিল ইস্টবেঙ্গল ক্লাব। সেখানে অনেক প্রাক্তন ফুটবলার ও সুভাষ ভৌমিকের সতীর্থ যেমন মনোরঞ্জন ভট্টাচার্য, বিদেশ বোস, শ্যাম থাপা, ভাস্কর গাঙ্গুলি প্রমুখ উপস্থিত ছিলেন।
সেই সভাতেই পাওয়া গেছিল ভাস্কর গাঙ্গুলিকে। এক্সট্রা টাইম কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তাকে আইএসএল সম্মন্ধে জিজ্ঞেস করলে তিনি বলেন, "আমি ব্যক্তিগতভাবে আইএসএল কে আমি টুর্নামেন্ট বলে মনেই করি না। যে টুর্নামেন্টে ওঠা নামা নেই,যেখানে ২০টা ম্যাচের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে একটা প্লেয়ার বেশির বেশি ২০টা ম্যাচ খেলবে, সেটাও বেশিরভাগ খেলে না। তো এতে করে ভারতীয় ফুটবলের কতটা উন্নতি হবে তা নিয়ে আমি খুব সন্দিহান।" তিনি যোগ করেন,"এতে ভারতীয় ফুটবলের সর্বনাশ হচ্ছে। ২০ম্যাচ খেলার পর সব প্লেয়ার ৭-৮ মাসের জন্য বসে যাচ্ছে, কোনো খেলা নেই, কি করবে তারা? এটা অনেকটা খেপ খেলার মত হয়ে যাচ্ছে, আসলো, হোটেলে উঠল,মাঠ ভাড়া করল,বাড়ি চলে গেল। এতে কোনও উন্নতি হবে না। আমি ব্যক্তিগতভাবে বলছি শুধুমাত্র আইএসএল খেলে ভারতীয় ফুটবলে উন্নতি হবে এটা মানতে আমি রাজি নই।"
এসসি ইস্টবেঙ্গলের সাম্প্রতিক পারফমেন্স নিয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন," পারফমেন্স নিয়ে তো কিছুই বলার নেই। আমাদের খুব দুঃখ হয়, আমরা খুব লজ্জিত যেহেতু একসময় এই জার্সি পরে আমরা খেলেছি আজ তার এই অবস্থা।"