এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার বিকেলে ইস্টবেঙ্গল ক্লাব প্রাঙ্গণে প্রাক্তন ফুটবলার সুভাষ ভৌমিকের প্রয়াণের উদ্দ্যেশ্যে এক স্মরণসভার আয়োজন করা হয়।
প্রাক্তন অনেক ফুটবলার, বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ওখানে। সেখানে এক্সট্রা টাইম খুঁজে পেয়েছিল প্রাক্তন ফুটবলার ও সুভাষ ভৌমিকের সুযোগ্য ছাত্র দেবজিত ঘোষকে।
সুভাষ ভৌমিক সম্মন্ধে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,"উনি আমাদের কাছে কোচ কম, পিতৃতুল্য ছিলেন বেশি। অনেকবার ভৌমিকদার সাথে ঝামেলা হয়েছে, ড্রেসিংরুমে ধাক্কা মেরে ফেলে দিয়েছি কিন্তু মনে পড়ে না সেগুলো নিয়ে তিনি কোনোদিন আমাদের কিছু বলেছেন। আসলে তিনি প্লেয়ারদের মনস্তাত্ত্বিক দিকটা ভালো বুঝতেন।"
যেহেতু তিনি ইস্টবেঙ্গল ক্লাবে ছিলেন তাই লাল হলুদ নিয়ে প্রশ্ন হবে না, তা তো হতে পারে না, তাই লাল হলুদের সাম্প্রতিক পারফমেন্স নিয়ে বললে খুব সংক্ষেপে বলেন ভুল দল নির্বাচনের জন্যই আজ এসসি ইস্টবেঙ্গলের এই শোচনীয় অবস্থা।