এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বড়সড় দুঃসংবাদ ফুটবলপ্রেমীদের। রবিবার অর্থাৎ ১৮ আগস্ট হতে চলা ডুরান্ড কাপের বড় ম্যাচ বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে ডুরান্ড আয়োজকদের সাথে রাজ্য প্রশাসনের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছে, পুলিশি নিরাপত্তার অভাবে এবং শহরের বর্তমান পরিস্থিতির কথা বিচার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন প্রশ্ন হল, এর ফলে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ভবিষ্যৎ কী দাঁড়াল? ডুরান্ড কমিটির তরফ থেকে জানানো হয়েছে, যেহেতু ম্যাচটি বাতিল হয়েছে, তাই দুই দলকে ১ পয়েন্ট করে ভাগ করা হবে। ফলে গোল পার্থক্যে দুই দলই নকআউট পর্বে যোগ্যতা অর্জন করল।
এদিকে ডুরান্ড কমিটির তরফ থেকে জানা গিয়েছে, বাতিল হওয়া ডার্বি ম্যাচের টিকিটের দাম শীঘ্রই ফেরত দেওয়া হবে। কবে কীভাবে দেওয়া হবে, তা আগামী দিনে জানিয়ে দেবে ডুরান্ড কমিটি।
সব শেষে, যে বড় জল্পনা উঠে আসছে, তাতে ডুরান্ড কাপের নকআউট পর্বের ম্যাচগুলি কলকাতা থেকে সরতে পারে। শোনা যাচ্ছে, কলকাতার বর্তমান পরিস্থিতি বিচার করে জামশেদপুরে নকআউট ম্যাচগুলি সরানো হতে পারে। যদিও এই বিষয়ে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি।
তবে ডার্বি বাতিলে দুই প্রধান নকআউট পর্বে উঠলেও সমর্থকরা হতাশ ও ক্ষুব্ধ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলেছেন তারা।