এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আপাতত দুর্দান্ত দল তৈরি করেছে ইস্টবেঙ্গল। বিদেশি ব্রিগেডও অনেকটা তৈরি লাল-হলুদের। শুধু ষষ্ঠ বিদেশি বাকি। এবার সেই কাজ সেরে ফেলতে চলেছে ইস্টবেঙ্গল। সূত্র মারফত খবর, মোহনবাগানের প্রাক্তন স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইয়ুস্তেকে নিতে অনেকটাই এগিয়েছে ইস্টবেঙ্গল এফসি।
জানা গিয়েছে, হেক্টর সহ আরও একজন স্প্যানিশ ডিফেন্ডারের সাথে কথা হয়েছিল লাল-হলুদ ব্রিগেডের। কিন্তু এই মুহুর্তে যা খবর, তাতে এগিয়ে রয়েছেন হেক্টরই। কোচ কার্লেস কুয়াদ্রাত চাইছেন, দ্রুত হেক্টরের সাথে চুড়ান্ত কথাবার্তা সেরে নিয়ে তাকে সই করাতে। সূত্র মারফত খবর, কার্লেস চেয়েছিলেন এমম একজনকে আনতে যিনি ভারতের মাটিতে পরীক্ষিত এবং সফল। সেক্ষেত্রে ৩৬ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার সেই ক্রাইটেরিয়া পূরণ করেছে।
গত মরশুমে আন্তোনিও লোপেজ হাবাসের পরামর্শে মোহনবাগান সুপার জায়ান্ট সই করিয়েছিল ইয়ুস্তেকে। আর তার ফলও পেয়েছিল সবুজ-মেরুণ ব্রিগেড। ডুরান্ড কাপ ও আইএসএল শিল্ড জয়ে মূখ্য ভূমিকা রেখেছিলেন ইয়ুস্তে। এবার সব কিছু ঠিকঠাক থাকলে, জার্সি বদল করে লাল-হলুদ রঙে রাঙতে চলেছেন ইয়ুস্তে।