এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০শে জুলাই, প্রাক্তন মোহনবাগান সচিব প্রয়াত অঞ্জন মিত্রের জন্মদিন। বৃহস্পতিবার অঞ্জন মিত্রের ৭৬ তম জন্মদিনে মোহনবাগান ক্লাবের প্রতি তাঁর অবদানকে চিরস্মরণীয় করে রাখতে সবুজ মেরুণ ক্লাবের তরফে নতুন মিডিয়া সেন্টারের নাম তাঁর নামে নামাঙ্কিত করা হয়। অঞ্জন মিত্র মিডিয়া সেন্টার উদ্বোধনে এদিন উপস্থিত ছিলেন অঞ্জন মিত্রের প্রিয় ভারতীয় ফুটবলার, কিংবদন্তি আইএম বিজয়ন।
আরও পড়ুন- বিশ্বকাপের ট্রফির সঙ্গে বলিউড বাদশা শাহরুখ খান, সমর্থকদের উত্তেজনা তুঙ্গে
বিজয়নের হাত ধরেই উদ্বোধন হয় এই মিডিয়া সেন্টার৷ এছাড়াও অঞ্জন মিত্রের জন্মদিন উপলক্ষে অঞ্জন মিত্রের ছবি দেওয়া কেক কাটেন বিজয়ন। বিজয়ন ছাড়াও উপস্থিত ছিলেন সত্যজিৎ চ্যাটার্জি, অঞ্জন মিত্রের কন্যা সোহিনি মিত্র, ফুটবল সচিব বাবুন ব্যানার্জি এবং অঞ্জন মিত্রের পরিবার সদস্যরা। উপস্থিত ছিলেন স্পোর্টস জার্নালিস্ট ক্লাব সভাপতি শুভেন রাহা। তবে শারিরীক কারণে উপস্থিত থাকতে পারেন নি অঞ্জন মিত্রের প্রিয় বন্ধু, মোহনবাগান ক্লাব সভাপতি স্বপন সাধন বসু। তিনি সচিব দেবাশিস দত্তের মাধ্যমে তাঁর আবেগঘন বক্তব্য পৌঁছে দেন সকলের কাছে।
জীবনকালে অঞ্জন মিত্র মোহনবাগান ছাড়া আর কিছু বুঝতেন না। তাঁর মোহনবাগানের প্রতি ভালোবাসার অজানা গল্প এদিন জানিয়েছেন দেবাশিস দত্ত।
আরও পড়ুন- খিদিরপুরকে দাপটে হারিয়ে ছন্দে ইস্টবেঙ্গল
এদিন অনুষ্ঠান শেষে বিজয়নকে স্মারক দিয়ে সম্মানিত করা হয় মোহনবাগান ক্লাবের তরফে।