এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ময়দান! ফুটবলকে আঁকড়ে বাঁচা মানুষদের কাছে যা স্বর্গের সমান। সেই ময়দান নামেই এবার বলিউডে আসতে চলেছে এক সিনেমা, যে সিনেমায় ফুটে উঠবে ভারতের ফুটবল ইতিহাসের সোনালি অধ্যায়।
১৯৫২ সাল থেকে ১৯৬২ সাল পর্যন্ত ভারতীয় ফুটবল দল হয়ে উঠেছিল এশিয়া শ্রেষ্ঠ। এই সময়কালে ভারতের হয়ে খেলেছেন পিকে বন্দ্যোপাধ্যায়, চুনি গোস্বামী, তুলসীদাস বলরাম, অরুণ ঘোষ, জার্নেল সিং সহ বহু কিংবদন্তি ভারতীয় ফুটবলাররা। এবং এই দলকে যিনি নিজের হাতে গড়ে ছিলেন তিনি কোচ সৈয়দ আব্দুল রহিম। এই সময়কালে ভারত এশিয়ান গেমসে সোনার পদক জয় করেছিল। দখল করেছিল অলিম্পিক ফুটবল প্রতিযোগিতায় চতুর্থ স্থান। এছাড়াও বহু টুর্নামেন্টে ভারতের নাম উজ্জ্বল করেছিল এই ভারতীয় দল।
কোচ সৈয়দ আব্দুল রহিম এবং পিকে বন্দ্যোপাধ্যায়, চুনি গোস্বামী, তুলসীদাস বলরাম, অরুণ ঘোষ, জার্নেল সিং সহ গোটা ভারতীয় দলের ষাট দশকের সেই অসামান্য লড়াইকে এবার চলচ্চিত্রে ফুটিয়ে তুলতে চলেছেন ডিরেক্টর অমিত রবীন্দ্রনাথ শর্মা। প্রযোজনায় বনি কাপুর এবং জি স্টুডিও।
প্রসঙ্গত এই সিনেমায় সৈয়দ আব্দুল রহিমের ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের মহাতারকা অজয় দেবগণ। চুনী গোস্বামীর ভূমিকায় অভিনয় করেছেন বাংলার অভিনেতা অমর্ত্য রায়। অরুণ ঘোষের ভূমিকায় অভিনয় করেছেন বাংলার আরও এক অভিনেতা আমান মুন্সী। এছাড়াও এই সিনেমায় বেশ কিছু বাঙালি অভিনেতাকে দেখা যাবে অভিনয় করতে।
বলিউডে ক্রিকেট নিয়ে বহু জানা-অজানা গল্পের সিনেমা মুক্তি পেয়েছে। তবে ফুটবল নিয়ে চলচ্চিত্র চর্চা খুবই কম। এমন অবস্থায় খালি পা-এ ভারতীয়দের এশিয়া শাসনের অসামান্য কাহিনী মানুষের সামনে তুলে আনা এবং ভারতীয় ফুটবল ইতিহাস সম্পর্কে ভারতীয় জনতাকে অবগত করার এই প্রচেষ্টা অবশ্যই প্রশংসনীয়। "ময়দান" নামের এই সিনেমাটি মুক্তি পাবে জুন মাসের ২৩ তারিখ। ৩০ মার্চ সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে এসেছে এই সিনেমার টিজার। যা ইতিমধ্যেই ফুটবল প্রিয় ভারতীয়দের মন জয় করে নিয়েছে।