এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ অর্জুন পুরস্কার প্রাপ্ত কিংবদন্তি ফুটবলার তথা প্রাক্তন কোচ সৈয়দ নঈমউদ্দিনের পাশে দাড়ালো মোহনবাগান ক্লাব। চলতি কলকাতা লিগের চ্যাম্পিয়ন ইতিমধ্যেই পেয়ে গেছে বাংলার ফুটবল প্রেমীরা। যদিও কলকাতা লিগের প্রিমিয়র ডিভিশনের সুপার সিক্সের বেশ কিছু ম্যাচ বাকি রয়েছে। যার মধ্যে বাকি রয়েছে কলকাতা ডার্বি। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচটিকে এবার মহৎ উদ্দেশ্যে ব্যবহার করতে চায় মোহনবাগান কর্তৃপক্ষ।
আরও পড়ুন- পুজোর আগে অভূতপূর্ব উদ্যোগ মোহনবাগানের এই ফ্যান ফোরামের
প্রসঙ্গত দ্রোণাচার্য এবং অর্জুন পুরস্কার পাওয়া সৈয়দ নঈমউদ্দিন বর্তমানে অসুস্থ। এর পাশাপাশি তাঁর আর্থিক অবস্থাও ভালো নয়। এই কারণেই কলকাতা লিগের ডার্বি ম্যাচটি সৈয়দ নঈমউদ্দনের নামে বেনিফিট ম্যাচ হিসাবে আয়োজনের আইএফএ-কে অনুরোধ জানিয়েছে মোহনবাগান। এবং খবর অনুযায়ী, আইএফএ-এর তরফে এই অনুরোধ মেনে নেওয়া হয়েছে।
অর্থাৎ কলকাতা দার্বি ম্যাচে টিকিট বিক্রি করে যে টাকা উঠবে তা দেওয়া হবে সৈয়দ নঈমউদ্দিনকে। এছাড়াও শোনা যাচ্ছে যে, মোহনবাগান ক্লাবের তরফেও আর্থিক সাহায্য করা হবে কিংবদন্তি এই ফুটবলারকে।