এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আরও এক বিশ্বকাপারকে সই করাল মোহনবাগান। ভারতের জার্সিতে ২০১৭ অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে খেলা গোলকিপার ধীরাজ সিং-কে সই করাল মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ মেরুণ জার্সিতে দ্বিতীয়বার খেলতে চলেছেন ধীরাজ। বিশাল কাইথের ডেপুটি হিসাবে এক বছরের চুক্তিতে ধীরাজকে দলে নেওয়া হল।
মণিপুরের ছেলে ধীরাজ শেষ তিন বছর খেলেছেন এফসি গোয়াতে। গোয়ার জার্সিতে ৫৩ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। ২০২১ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শ্রেষ্ঠ গোলকিপার নির্বাচিত হয়েছিলেন ধীরাজ। টিম অফ দ্য টুর্নামেন্টে নাম ছিল তাঁর।
ফেডারেশনের এলিট অ্যাকাডেমীর ছাত্র চব্বিশ বছর বয়সী এই প্রতিশ্রুতিমান গোলকিপার ইন্ডিয়ান অ্যারোজ ছাড়াও খেলেছেন কেরল ব্লাস্টার্স ও গোয়াতে। কলকাতায় এটিকে মোহনবাগানের সময় সবুজ মেরুন জার্সি পরে খেলার অভিজ্ঞতাও আছে তাঁর। সফল এই গোলকিপারের যোগদানে হোসে মলিনার দলের রক্ষণভাগের শক্তি বাড়ল তা বলাই যায়।
২৯ জুলাই সকাল ৯টায় মোহনবাগান দিবসে নতুনভাবে তৈরি মোহনবাগান মাঠে প্রাক-প্রস্তুতি শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট। দলের অন্যান্য গুরুত্বপূর্ণ ফুটবলারদের সঙ্গেই প্রথমদিন থেকেই হোসে মলিনার দলের প্রস্তুতিতে যোগ দেবেন ধীরাজ।