এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: সুব্রত ভট্টাচার্য! তিনি মানে মোহনবাগানীদের কাছে আবেগ ভালোবাসা। শনিবার আইএসএল এর মেগা ফাইনাল। মুখোমুখি এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। কিন্তু এই ফাইনাল ম্যাচকে ঘিরে বেজায় সমস্যায় পড়েছেন ময়দানের প্রিয় বাবলুদা। আসলে তিনিতো আদ্য-প্রান্ত মোহনবাগানী। সবুজ-মেরুন তার কাছে মন্দিরের সমান। দীর্ঘ দিন খেলেছেন ওই জার্সিটা পরে। কিন্তু অন্যদিকে বেঙ্গালুরু এফসির অধিনায়ক সুনীল ছেত্রী আবার ভাগ্যচক্রে সুব্রত ভট্টাচার্যের জমাই হন। সুতরাং কাকে সাপোর্ট করবেন তিনি?
এক্সট্রা টাইম বাংলার প্রশ্নে তিনি জানান, "মোহনবাগান জিতলে আমি খুশি হবো। বেঙ্গালুরু জিতলে পরিবার খুশি হবে কিন্তু যেই জিতুক দুটোতেই সাফল্য আছে।" তিনি জানান, খেলাটা যদি বুদ্ধি দিয়ে খেলতে পারে, তাহলে দুই দলের খেলোয়াড়রা ভালো পারফরমেন্স করবে।
সমর্থকের উদ্দেশ্যে তিনি বলেন, মোহনবাগান আবেগকে ধরে রাখতে গেলে এই ম্যাচটা জিততে হবে তাতে সমর্থকরা আনন্দিত হবে।
মোহনবাগানের বাঙালি ফুটবলার প্রসঙ্গে বাবলু দা জানান, "এক সময় সুধীর কর্মকার, সুভাষ ভৌমিক, তরুণ বোস ছিল মোহনবাগানে তখন ইস্টবেঙ্গল হেরেছে কিন্তু কে খেলেছে বলে জিতবে তা নয়, জেতার ওই ভঙ্গিমাটা মাঠের ওই ৯০ মিনিটে প্রমাণ করতে হবে। কার গতি বেশি, কার ছন্দ আছে, কার ড্রিবিল আছে তারাই জেতে।" শেষে 'মোহনবাগান জিতুক আমি সাফল্য কামনা করি' জানালেন বাবলু দা।