হায়দরাবাদের নতুন কোচের পদে আসতে চলেছেন মোহনবাগানের এই প্রাক্তন প্রশিক্ষক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে, আগামী মরশুমের জন্য নতুন বিদেশি হেড কোচ নেবে হায়দরাবাদ এফসি। তবে যা সম্ভাবনা তৈরি হচ্ছে, তাতে নতুন কোনও নাম নয়, ভারতে প্রশিক্ষণ করা পোলিশ কোচ টমাস চর্জকে দায়িত্ব দিতে চলেছে হায়দরাবাদ।
চলতি আইএসএলে কেরালা ব্লাস্টার্সের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন টমাস। বলা বাহুল্য, ৩২ বছর বয়সী এই প্রশিক্ষক দায়িত্ব সামলেছিলেন মোহনবাগানের হয়েও। ২০১৯-২০ মরশুমে মোহনবাগানের আইলিগ জয়ের সময়ে কিবু ভিকুনার সহকারী কোচের ভূমিকায় ছিলেন টমাস।
সূত্রের খবর, ইতিমধ্যেই হায়দরাবাদের সাথে কথা কার্যত চুড়ান্ত হয়ে গিয়েছে টমাসের। শুধু সরকারিভাবে চুক্তিবদ্ধ হওয়াই বাকি। চলতি বছরের শেষের দিকে উয়েফা প্রো লাইসেন্স ডিপ্লোমা শেষ করার কথা রয়েছে টমাসের।