লিওনেল মেসির সাথে জুটি বাঁধবেন কেভিন ডি ব্রুইন! জল্পনায় বাড়ল সম্ভাবনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভাবুন একই দলে ফুটবল ইতিহাসের দুই সেরা প্লে-মেকার, লিওনেল মেসি ও কেভিন ডি ব্রুইন। এবার সেই স্বপ্ন হয়ত সত্যি হতে চলেছে, যদি চায় ইন্টার মায়ামি। হ্যাঁ, এমনই তথ্য সামনে আসছে।
ইএসপিএন এর রিপোর্ট অনুযায়ী, কেভিন ডি ব্রুইনের ডিস্কোভারি রাইটস রয়েছে ইন্টার মায়ামির হাতে, যার মাধ্যমে বেলজিয়াম এই তারকা মিডফিল্ডার খেলতে পারেন মেসির সাথে। এবার প্রশ্ন হল, এই ডিস্কোভারি রাইটস কী? মেজর লিগ সকারের নিয়ম অনুযায়ী, প্রতিটা ক্লাবকে বিশ্ব ফুটবলের বিভিন্ন ক্লাব থেকে সর্বোচ্চ ৫টি খেলোয়াড়ের তালিকা পাঠাতে হয়। এবার সেই ৫টি খেলোয়াড়ের কাউকে সই করাতে গেলে সবার আগে সেই ক্লাবই প্রস্তাব দেওয়ার অধিকার থাকবে। যদি সেই ক্লাবের প্রস্তাবে রাজি না হন সেই খেলোয়াড়, তখন বাকি এমএলএস ক্লাবগুলি বিড করতে পারবে।
এর ভিত্তিতে কেভিন ডি ব্রুইন যদি মেজর লিগ সকার খেলতে চান, তাহলে তাকে নেওয়ার অগ্রাধিকার থাকবে ইন্টার মায়ামির। চলতি মরশুমে মেজর লিগ সকার ছাড়াও ফিফা ক্লাব বিশ্বকাপ ও লিগস কাপ খেলবে মায়ামি। ফলে মেসি, লুইস সুয়ারেজ, জর্ডি আলবা ও সের্জিও বুসকেতসদের সাথে কেভিন ডি ব্রুইনকে দেখলে অবাক হওয়ার কিছু নেই।
চলতি মরশুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ছেন এই বেলজিয়ান সুপারস্টার। ২০১৫ সাল থেকে সিটির একজন গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে খেলে গিয়েছেন কেভিন। ক্লাবকে জিতিয়েছেন ৬টি প্রিমিয়ার লিগ, ৫টি ক্যারাবাও কাপ, ২টি এফএ কাপ ও কমিউনিটি শিল্ড, এবং জিতিয়েছিলেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ।