এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: এই মুহুর্তে আনোয়ার আলিকে নিয়ে বেশ জটিলতা চলছে ভারতীয় ফুটবল মহলে। মোহনবাগান সুপার জায়ান্ট থেকে আনোয়ার রিলিজ পেতে চেয়েছেন প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে। এই পরিস্থিতিতে আনোয়ারকে নিয়ে দিল্লি এফসি ও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াইয়ে রয়েছে মোহনবাগান।
এখন প্রশ্ন হল, আনোয়ারের পরিবর্ত হিসেবে কী কাউকে সই করাবে মোহনবাগান? এর আগে এক্সট্রা টাইম বাংলার তরফ থেকে জানানো হয়েছিল, কেরালা ব্লাস্টার্সের দুই ডিফেন্ডার প্রীতম কোটাল ও হর্মিপাম রুইভার মধ্যে একজনকে নিতে চাইছে মোহনবাগান। এদিকে একাধিক জায়গায় খবর আসছে, প্রাক্তন অধিনায়ক প্রীতম মোহনবাগানে আসার ক্ষেত্রে অনেকটাই এগিয়েছেন।
যা খবর, প্রীতমের এজেন্টের সাথে একাধিকবার কথা হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের সাথে। তবে প্রীতমকে নেওয়া হবে কিনা, তার জন্য আপাতত ১০ আগস্টের ডেডলাইন দিয়েছে মোহনবাগান। কারণ ১০ আগস্ট আনোয়ারকে নিয়ে বসবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। সেক্ষেত্রে যদি আনোয়ারকে ধরে রাখতে সক্ষম হয় মোহনবাগান, তাহলে প্রীতমকে নেওয়ার প্রয়োজন হবে না তাদের। তার থেকে বড় কথা এই পরিস্থিতিতে প্রীতমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মত অবস্থায় নেই মোহনবাগান কর্তৃপক্ষ। কারণ আনোয়ার বিষয় ব্যস্ত রেখেছে তাদের।
এদিকে তরুণ সেন্টার ব্যাক হর্মিপামকে নিতে চাইলেও যা খবর, কেরালা ব্লাস্টার্স তাদের এই ডিফেন্ডারকে ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে আইএসএল জয়ী অধিনায়ককে আপাতত ব্যাকআপের ভাবনায় রাখছে মোহনবাগান। কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে ১০ আগস্টের জন্য।