Photo- X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ তিনি দেশের হয়ে অলিম্পিক্সের মঞ্চে সোনা জিততে চেয়েছিলেন। কিন্তু তাঁর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় ১০০ গ্রাম অতিরিক্ত ওজনের জন্য। সঠিক বিচারের আশায় অপেক্ষাও করেছিলেন তিনি। কিন্তু খালি হাতেই দেশে ফিরতে হল ভিনেশ ফোগাটকে। কিন্তু গোটা দেশ নিজের সোনার মেয়েকে সসম্মানে স্বাগত জানাতে ভোলেনি। শনিবার দিল্লি বিমানবন্দরে পা রেখেই সে কথা বুঝে যান ভিনেশ। তাই চোখের জল ধরে রাখতে পারেননি।
মহিলাদের ৫০ কেজি ওজনের কুস্তি ইভেন্টের ফাইনালে উঠেছিলেন ভিনেশ। কিন্তু ফাইনালের দিন সকালে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি পাওয়া যায়। আর সেই কারণেই পদক হাতছাড়া হয় ভিনেশের।
এদিন বিমানবন্দরে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকলেও ভিনেশকে রাজকীয় অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানায় মানুষ। ভিনেশের মা সহ একাধিক পরিবারের সদস্যরা উপস্থিন হন বিমানবন্দরে।
সাধারণ মানুষের পাশাপাশি কুস্তিগির বজরং পুনিয়া এবং সাক্ষী মালিকও ছিলেন দিল্লির বিমানবন্দরে।
ভারতে ফিরে সংবাদ মাধ্যমকে ভিনেশ দেশের প্রতিটি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন এবং জানিয়েছেন তিনি ভাগ্যবান।