এশিয়ান গেমসে খেলতে আসা প্রতিযোগীদের জন্য ভাসমান গেমস ভিলেজের আয়োজন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী বছরের ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি-নাগোয়া প্রদেশে হবে এশিয়ান গেমসের ২০তম সংস্করণ। আর এবারের গেমসে প্রতিযোগীদের থাকার জন্য কোনও বাসভবন বা আবাসন নয়, জলের উপর ভাসমান গেমস ভিলেজের আয়োজন করা হবে।
জানা গিয়েছে, একটি বিলাসবহুল ক্রুজ জাহাজে ৪৬০০ জনের বেশি মানুষের থাকার জন্য গেমস ভিলেজের ব্যবস্থা করা হবে, যা থাকবে নাগোয়া পোর্টের কিঞ্জো পিয়েরে। আয়োজকদের তরফ থেকে খবর, খরচ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
এই ভাসমান গেমস ভিলেজে মূলত ২০টি খেলার অ্যাথলিটদের রাখা হবে। যা হল তীরন্দাজি, ৩*৩ বাস্কেটবল, ক্যানো/কায়াক (স্প্রিন্ট), সাইক্লিং - মাউন্টেন বাইক, সাইক্লিং - বিএমএক্স রেসিং, পুরুষদের ফুটবল, জিমন্যাস্টিক্স, হ্যান্ডবল, জুডো, কবাডি, কুরাশ, মিক্সড মার্শাল আর্টস, রোয়িং, রাগবি, সেপাক টাকরাও, স্পোর্ট ক্লাইম্বিং, স্কোয়াশ, টেনিস, ভারোত্তলন, কুস্তি ও উশু। নাগোয়া পোর্টের কাছাকাছি জায়গায় এই খেলাগুলি হবে বলে এই প্রতিযোগীদের রাখা হবে সেখানে।
এশিয়ার অলিম্পিক কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছে, দুই রকমের গেমস ভিলেজ তৈরি করা হবে। যেখানে ৪৬০০ মানুষের জন্য ক্রুজ জাহাজ এবং গার্ডেন পিয়েরে ২৪০০ মানুষের জন্য অস্থায়ী ভিলা তৈরি করা হবে। ৬.৫ কিমি দুরত্বে থাকা এই দুই ভিলেজকে জুটবে ১৫ মিনিট অন্তর থাকা একটি শাটল বাস।
তবে এই প্রথম কোনও ভাসমান গেমস ভিলেজ করা হচ্ছে না। গত বছর প্যারিস অলিম্পিক্সে ৪৮ জন সার্ফারের জন্য আরানুই ৫ ক্রুজ জাহাজের আয়োজন করা হয়েছিল। সেই জাহাজে ২৪ ঘন্টা চলা ডাইনিং হল, ফুসবল ও পিংপং থাকা অ্যাক্টিভিটি সেন্টার, একটি ওয়াটার স্লাইড ও অলিম্পিক গিফট শপ ছিল সেখানে।