Photo- X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসাবে অলিম্পিক্সের সোনা জয়ের ম্যাচে নামার কথা ছিল তাঁর। কিন্তু ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার কারণে তাঁকে প্রতিযোগিতা থেকেই বহিষ্কার করে অলিম্পিক কমিটি। রূপার পদক পাওয়ার আবেদন করলেও সেই আবেদন খারিজ করা হয়। তবে দেশে ফেরার পর থেকেই পদকজয়ী অ্যাথলিটদের মতই রাজকীয় অভ্যর্থনা পাচ্ছেন ভিনেশ ফোগাট। তবে দেশে ফিরে থেকে একের পর এক সংবর্ধনা অনুষ্ঠানে ক্লান্ত হয়ে পড়েন ভিনেশ।
দিল্লি বিমানবন্দর থেকে তাঁর গ্রাম হরিয়ানার বলালি পর্যন্ত উৎসব হয়েছে ভিনেশকে ঘিরে। বলালিতে ভারতীয় কুস্তিগীরকে সংবর্ধনা দেওয়ার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভিনেশ ফোগাট। সোফাতেই শুয়ে পড়েন তিনি। ভিনেশের শারীরিক অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন বজরং পুনিয়া।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াইয় বেশ কিছু ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় যে ভিনেশ অনুষ্ঠান চলাকালীনই অসুস্থ বোধ করেন এবং সোফায় শুয়ে পড়েন। যদিও তাঁর বর্তমান শারীরিক অবস্থার সম্পর্কে জানা যায়নি।
প্রসঙ্গত ফাইনাল খেলার জন্য রাত জেগে কঠোর পরিশ্রম করেন। ফলস্বরূপ অসুস্থ হয়ে পড়েন তিনি। ভারতের মাটিতে পা রাখার পর থেকেও তাঁকে ঘিরে সমর্থকদের বিপুল উচ্ছ্বাস দেখা যায়। একের পর এক অনুষ্ঠানে যেতে হয় তাঁকে। সেই কারণে বাড়ি ফিরেও বিশ্রাম পাননি তিনি। আর সেই কারণেই এই দৃশ্য দেখা যায় বলে অনুমান করা হচ্ছে।